আমের অর্থনীতি পুনরুদ্ধারে ১ম আম সম্মেলন

|

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ১ম আম সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের আমের পরিচিতি সারাদেশে তুলে ধরতে ও আমের অর্থনীতি পুনরুদ্ধারে দেশে প্রথমবারের মত উদ্বোধন করা হয়েছে আম সম্মেলনের। কানসাটের বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল ৪ টায় ভার্চুয়ালি এ আম সমাবেশের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এখনও আমের মৌসুম শুরু না হলেও বারমাসি আমের সম্ভার নিয়ে বসেছেন অনেকেই। আম ও আমজাতপণ্য নিয়ে ৭৫টি স্টলে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

অসময়ে আমের এমন সম্ভার আম সম্মেলনকে উজ্জীবিত করলেও জেলার আমের বাজার ধ্বংসে ক্ষুব্ধ অনেক আম চাষী। জেলায় প্রায় সাড়ে ৩০০ জাতের আম থাকলেও মৌসুম শুরু না হওয়ায় স্টল মালিকরা এনেছেন দেশীসহ শংকরিত ও বিদেশী কয়েকটি জাতের আম।

এদিকে অনেকে আবার এনেছেন মাটির ও পুঁথির তৈরী আমও। ফজলি আমের জিআই সনদ জটিলতা নিরশনের দাবী স্থানীয়দের। ঐতিহ্যগতভাবে ফজলি আম চাঁপাইনবাবগঞ্জের হওয়ায় এ দাবিকে যৌক্তিক বলছেন তারা।

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়া আম সমাবেশ চলবে বুধবার (৩০ মার্চ) রাত ১০টা পর্যন্ত।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply