ডেন্টিস্ট বুলবুল আহমেদ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

|

ফাইল ছবি

ডেন্টিস্ট বুলবুল আহমেদ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোট ৫ জন ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিমকে আঘাত করে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানায় ডিবি।

মিরপুর বিভাগের ডিবি’র জোনাল টিম বিশেষ অভিযান চালিয়ে মিরপুর ও সাভার থেকে গ্রেফতার করে আসামিদের। গ্রেফতারকৃতরা হলেন মো. রায়হান ওরফে সোহেল, মো. রাসেল হোসেন হাওলাদার, মো. আরিয়ান খান হৃদয় ও সোলায়মান।

আরও পড়ুন: রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে চিকিৎসকের মৃত্যু

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। ২৭ মার্চ ভোর সাড়ে ৫টায় রোকেয়া স্বরণীর নাভানা ফার্নিচারের পৌঁছায়। এসময় আসামিরা রিকশা থামিয়ে ছিনতাইয়ের সময় ছুরি দিয়ে ভিকটিমকে ডান হাঁটুর ওপর আঘাত করে। পরে ভিকটিমকে আল হেলাল হাসপাতাল ও তারপর সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply