আফগানিস্তানে মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুল বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তালেবান, তার জেরে দেশটিতে ৬০ কোটি ডলারের অনুদান বন্ধ করলো বিশ্ব ব্যাংক। খবর বিবিসির।
আফগানিস্তানের পুনর্গঠনে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়ন খাতে বরাদ্দ ছিল বিশ্ব ব্যাংকের এই অনুদান। ৪টি ভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই অর্থ দেয়া হতো আফগানদের। প্রজেক্টগুলোর মাধ্যমে নারী উন্নয়ন নিশ্চিতেও বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ জোর দিয়েছিল। তবে সম্প্রতি স্কুল বন্ধে তালেবানের সিদ্ধান্তে নারী অধিকার খর্ব হয়েছে বলে জানায় বিশ্ব ব্যাংক। সংস্থাটি জানিয়েছে, লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে নিশ্চিত হওয়ার পরই দেয়া হবে অর্থ সহায়তা।
গত সপ্তাহে, আফগানিস্তানের তালেবান শাসিত সরকার নারীদের স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়। শরীয়াহ আইন এবং আফগান সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নারীদের ইউনিফর্ম নির্ধারণের পরেই কেবল স্কুল খোলা হবে বলে জানায় তালেবান।
এর আগে, মেয়েদের স্কুল বন্ধের সিদ্ধান্তের পর তালেবানের সাথে কাতারের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৬
এম ই/
Leave a reply