নাটকীয় কিছু না ঘটলে ক্ষমতা থেকে বিদায় নিশ্চিত ইমরান খানের

|

ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে নাটকীয় কিছু না ঘটলে ক্ষমতা থেকে বিদায় নিশ্চিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তিনি।

পাকিস্তানি গণমাধ্যম ডন’র এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩০ মার্চ) পিটিআই নেতৃত্বাধীন জোট থেকে পদত্যাগ করেছেন শরিক দল এমকিউএম’র ৭ পার্লামেন্ট সদস্য। যার মধ্যে দু’জন কেন্দ্রীয় মন্ত্রীও আছেন। অনাস্থা ভোটে বিরোধীদের সমর্থনের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন তারা। ফলে পার্লামেন্টে ইমরানের জোটের আসন কমে দাঁড়িয়েছে ১৬৪’তে।

অন্যদিকে বিরোধী জোটের এমপি’র সংখ্যা ১৭৭। সরকারকে উৎখাতে প্রয়োজন ১৭২ এমপি’র সমর্থন। সংখ্যাগরিষ্ঠতা হারানোয় অনাস্থা ভোটের আগেই, প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিরোধী জোট। যদিও দলের তরফ থেকে বলা হয়েছে পদত্যাগ করবেন না ইমরান; লড়বেন শেষ পর্যন্ত। ইমরানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলা হয় সোমবার।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply