শান্তি আলোচনার প্রতিজ্ঞা ভেঙে রাতভর গোলাবর্ষণ রাশিয়ার

|

ছবি: সংগৃহীত

ইস্তাম্বুলে শান্তি আলোচনায় দেয়া প্রতিজ্ঞা ভেঙে চেরনিহিভে রাতভর গোলাবর্ষণ করলো রাশিয়া। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

এক ভিডিওবার্তায় চেরনিহিভের গভর্নর বলেছেন, অঙ্গীকারের প্রতি সম্মান দেখায়নি রাশিয়া। একইভাবে চালিয়েছে সামরিক আগ্রাসন। টার্গেট করেছে বেসামরিক নাগরিকদের। নিজিহিনেও চালানো হয়েছে বিমান হামলা। বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি ভবনে মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। ২ জনের প্রাণহানি ও চারজন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলে মস্কোর হামলার শিকার হয়েছে শিল্প এলাকা। খেমেলনিতিস্কি শহরের তিনটি স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী।

রাশিয়া প্রকাশ্যে বলেছে, চেরনিহিভ ও কিয়েভে সামরিক তৎপরতা কমাচ্ছে তারা। এটা কি বিশ্বাসযোগ্য? সারা রাত তারা গোলাবর্ষণ করেছে। বহু বেসামরিকদের বাড়িঘর, লাইব্রেরি, শপিং সেন্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply