হিলি প্রতিনিধি:
আইপি বা আমদানি অনুমতি পাওয়ায় পরও গেলো ২ দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেয়াজ আমদানি হয়নি।
জানা গেছে, দেশের বাজারে পেঁয়াজের কাঙ্খিত দাম না থাকায় পেঁয়াজ আমদানি করে লোকসানের অজুহাতে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।
তারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে ২৭ টাকা। অন্যদিকে দেশের পাইকারী বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২২ টাকায়। এতে কেজি প্রতি ৫ থেকে ৮ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। এছাড়াও গত কয়েকদিন ধরে বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে। চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় বিপুল পরিমাণ পেঁয়াজ গোডাউনে অবিক্রিত অবস্থায় আটকা পড়ে আছে। ফলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
এদিকে, পূর্বের দেয় আইপির বিপরীতে পেঁয়াজ আমদানির নির্ধারিত তারিখ গত ২৯ মার্চ নির্ধারণ করা হলেও এই তারিখ পরিবর্তন করে আগামী ৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে। অর্থাৎ, পূর্বের আইপির বিপরীতে আগামী ৫ এপ্রিল পর্যন্ত পেঁয়াজ আমদানি করা যাবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
/এসএইচ
Leave a reply