চাঁদপুর দক্ষিণ মতলবের নারায়ণপুর ইউনিয়ন ও নারায়ণপুর পৌরসভা নিয়ে চলছে মামলার জটিলতা। এক যুগ আটকে আছে পৌরসভার কার্যক্রম। প্রায় দুই দশক নির্বাচনও হয়নি ইউনিয়নে। সব সমস্যার নিরসন করে নির্বাচন চান স্থানীয়রা।
দুই দশক নির্বাচন হয় না হওয়ায় দক্ষিণ মতলবের নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ বছর বহাল জহিরুল মোস্তফা তালুকদার। ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন তিনি। ২০০৯ সালে ভোটের আগে সীমানা জটিলতায় রিট করেন তিনি, যা খারিজ হয়ে যায়।
পরের কছর নারায়ণপুরকে পৌরসভায় উন্নীত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন সেই ইউপি চেয়ারম্যান। এরপর থেকেই ঝুলে আছে নির্বাচন। বহাল তবিয়তে চেয়ারম্যান হিসেবে ২০ বছর ধরে ক্ষমতায় আছন তিনি।
ভোট আর পৌরসভা ঠেকাতে কেনো বারবার মামলা? এবিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান জহিরুল। নির্বাচন কমিশন বলছে, মামলার জটিলতা নিরসন হলে তবেই নির্বাচন পাবে নারায়ণপুর।
নারায়ণপুরের জনসংখ্যা প্রায় ৫০ হাজার। ৯.২ বর্গ কিলোমিটারের এই এলাকাকে পৌরসভা ঘোষণা করা হলেও, মামলা জটিলতায় থমকে আছে সব উন্নয়ন কার্যক্রম।
এসজেড/
Leave a reply