প্রথমবারের মতো রাশিয়ায় হামলা চালালো ইউক্রেন। শুক্রবার (১ মার্চ) রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেলের গুদামে হামলা চালায় ইউক্রেন বাহিনী।
টেলিগ্রাম পোস্টে এই অভিযোগ করেন দেশটির আঞ্চলিক গভর্নর। তিনি বলেন, ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী শহরে দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে কয়েক দফা হামলা চালানো হয়। এর পরপরই আগুন ধরে যায় ৮টি জ্বালানি ট্যাংকে। আরও কয়েকটি ট্যাংকে আগুন ছড়িয়ে পাড়ার শঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় কমপক্ষে ২ জন আহত হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বাকিদের। তবে হামলাকে ভালোভাবে দেখছে না ক্রেমলিন। তাদের অভিযোগ, এ ধরনের হামলায় ভবিষ্যতের শান্তি আলোচনা নিশ্চিতভাবেই বাধাগ্রস্ত হবে।
এরই মধ্যে ইউক্রেনে আবারও অস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এবার প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদিত ৮০০ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এসব সরঞ্জাম পাঠানো হয়। তাদের পাঠানো চালানের মধ্যে রয়েছে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন, অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল স্টিংগার এবং বুলেটপ্রুফ জ্যাকেট।
এর পাশাপাশি বিভিন্ন চিকিৎসা সামগ্রীও পাঠানো হয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান ৮০০ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের পুরোটাই দুই সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে। এই সামরিক সহায়তা প্যাকেজে এমআই সেভেন্টিন হেলিকপ্টার, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, সামরিক যানবাহন এবং রাডার সিস্টেম রয়েছে।
/এডব্লিউ
Leave a reply