ইউক্রেন-রাশিয়া: আরেক দফা শান্তি আলোচনা আজ

|

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ পুনরায় শুরু হওয়ার কথা রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা। কিয়েভের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য।

চলতি সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত বৈঠকের অগ্রগতির সূত্র ধরেই এ আলোচনা হবে বলে জানিয়েছে কিয়েভ। যুদ্ধ বন্ধ এবং শান্তি স্থাপনে আরও আলোচনা প্রয়োজন বলেও জানান তারা। এবারের আলোচনায় ইতিবাচক ফলাফলের আশাবাদ কিয়েভের। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দরকষাকষি চালিয়ে যাবার ইঙ্গিত দিয়েছে মস্কোও।

গত মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যস্থতায় বৈঠক করে রাশিয়া-ইউক্রেন প্রতিনিধিরা। এসময় জোট নিরপেক্ষ থাকার মতো শর্ত মেনে নেয় জেলেনস্কি প্রশাসন। অন্যদিকে মস্কো আশ্বাস দেয়, কিয়েভ ও চেরনিহিভের আশপাশ থেকে সরিয়ে নেয়া হবে সেনাদল। বন্ধ হবে সামরিক তৎপরতা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply