অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকা রাজনীতিকদের মীর জাফর আখ্যা দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। দীর্ঘ এক ভাষণে ইমরান খান অভিযোগ তোলেন, অনাস্থা প্রস্তাব মূলত তাকে অপসারণে বিদেশি দেশগুলোর ষড়যন্ত্র। এসময় মুখ ফসকে উচ্চারণ করেন যুক্তরাষ্ট্রের নামও।
ইমরান খান বলেন, কয়েক দিন আগে আমি একটি চিঠি পেয়েছি। যেটা যুক্তরাষ্ট্র থেকে এসেছে। ধরা যাক যুক্তরাষ্ট্র নয় সেটা কোনো একটা বিদেশি শক্তির কাছ থেকে এসেছে। সেই চিঠিতে অনাস্থা ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতা থেকে উৎখাতের হুমকি দেয়া হয়। অথচ তখনও অনাস্থা ভোটের জন্য প্রস্তাবই তোলা হয়নি। অর্থাৎ, এটা স্পষ্ট যে বিদেশি শক্তি আমাকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী জোটকে ব্যবহার করছে। অথচ এমনটা হলে বিপদে পড়বে পুরো পাকিস্তান।
এদিকে, চিঠি দিয়ে হুমকি দেয়ার ঘটনায় ইসলামাবাদে মার্কিন মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধানকে তলব করেছে পাকিস্তান। চিঠিতে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করায় কড়া প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।
রাজনৈতিক জীবনে এমন অনিশ্চয়তায় কখনোই পড়েননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার ক্ষমতার ওপর খড়গ হয়ে ঝুলছে অনাস্থা ভোট। তাই রোববারের ভাগ্য নির্ধারণী ভোটের দিকে তাকিয়ে পুরো দেশ। বৃহস্পতিবার ইমরান জাতির উদ্দেশে দেয়া ভাষণে বিরোধীদের দিকে তোপ দাগিয়ে বলেন, তাকে অপসারণে অনাস্থা প্রস্তাব মূলত বিদেশি দেশগুলোর ষড়যন্ত্র। যাতে মীর জাফরের মতো তাল মেলাচ্ছেন তারই রাজনৈতিক সহকর্মীরা।
পাক প্রধানমন্ত্রী বলেন, মীর জাফর এবং মীর সাদিক ব্রিটিশদের সাথে যেভাবে হাত মিলিয়ে বাংলাকে তাদের হাতে তুলে দিয়েছিল, আমাদেরই কিছু রাজনীতিবিদ তেমন করে বিদেশিদের সাথে মিলে ষড়যন্ত্র করছে পাকিস্তানের বিরুদ্ধে। যারা বিদেশি শক্তির সাথে যোগসাজশ করে ক্ষমতার পরিবর্তন আনতে চাইছেন, তারা মনে রাখবেন, জাতি আপনাদের বেইমান হিসেবে মনে রাখবে।
/এডব্লিউ
Leave a reply