সংস্কার হয়নি দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চঘাট, ঈদে ঘরমুখী মানুষদের ভোগান্তির আশঙ্কা

|

দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চঘাট।

শুষ্ক মৌসুমে ক্ষতিগ্রস্ত লঞ্চঘাট সংস্কার না হওয়ায় এবারের বর্ষায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে যাত্রীদের। সেই সাথে ঈদে ঘরমুখী মানুষকেও পড়তে হবে বিড়ম্বনায়। যদিও এসব পাত্তা দিচ্ছে না বিআইডব্লিউটিএ। তাদের দাবি, ঘাট কেন্দ্র করে বড় ধরনের উন্নয়নের পরিকল্পনা নেয়া হয়েছে।

দক্ষিণ পশ্চিমঞ্চলের জেলাগুলোয় যাতায়াতে অন্যতম নৌরুট এই দৌলতদিয়া-পাটুরিয়া। গত বর্ষায় পদ্মার ভাঙনে বিলিন হয় দৌলতদিয়া লঞ্চ ঘাট। ক্ষতিগ্রস্থ হয় লঞ্চ ঘাটে যাত্রীদের যাতায়াতের কাঠের দুটি সেতু।

৭ মাস পার হলেও সংস্কার হয়নি ক্ষতিগ্রস্থ ঘাট ও সেতুর। ফলে যাত্রীরা ঝুঁকি নিয়ে লঞ্চ ঘাটে আসা-যাওয়া করছে। ক্ষতিগ্রস্থ ঘাট ও সেতু সংস্কার করা না হলে এ বর্ষা আর ঈদ মৌসুমে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।

কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও দৃশ্যমান কোন কাজ হয়নি। এদিকে বিআইডব্লিউটিএ এর আরিচা অঞ্চলের প্রকৌশলী মো. শাহ আলম বলছেন, ঘাট আধুনিকায়ন প্রকল্পের আওতায় দৌলতদিয়ায় ৬ কিলোমিটার স্থায়ী কাজ হবে। ঈদের সময় পানি আরও কিছুটা বাড়বে। এ সময় চলাচলের উপযোগী করে তোলা হবে ঘাট।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ৩৪টি লঞ্চ চলাচল করেছে। যা দিয়ে দিনে প্রায় ১০ হাজার যাত্রী পারাপার করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply