৪ বছরেও চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি নেই, মেয়াদের সাথে ব্যয়ও বাড়ছে দ্বিগুণ

|

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চলমান বহুল আলোচিত মেগা প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় দ্বিগুণ করা হচ্ছে। ৪ বছরে অগ্রগতি ৬২ শতাংশ, ফলে বাড়ছে প্রকল্পের মেয়াদও। এ সংক্রান্ত প্রস্তাব এখন অনুমোদনের অপেক্ষায়। বন্দরনগরীর বেশিরভাগ খাল সংস্কার না হওয়ায় আসন্ন বর্ষায়ও জলাবদ্ধতার শঙ্কা ভুক্তভোগীদের।

দু’দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্প শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। কিন্তু অগ্রগতি মাত্র ৬২ শতাংশ। ৩৬ খালের মধ্যে কাজ শেষ মাত্র ৭টির। এখনও জমি অধিগ্রহণ বাকি অনেক এলাকায়। ফলে আসন্ন বর্ষায় আবারও জলাবদ্ধতার শঙ্কায় নগরবাসী।

এদিকে, প্রকল্পের নকশায় পরিবর্তন এনে সংশোধিত ডিপিপি প্ল্যানিং কমিশনে পাঠিয়েছে সিডিএ। এতে ব্যয় ৫ হাজার ৬০০ কোটি থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৯ হাজার ৫২৬ কোটি টাকা। মেয়াদ বাড়ছে আরও ২ বছর।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেন, আমরা ৯টি এলিগেজ সাবমিট করেছি। এর প্রেক্ষিতে জমি অধিগ্রহণের যে টাকাটা লাগবে সেটি আমাদেরকে কনফর্ম করেতে হবে।

প্রকল্পের সুফল পেতে আরও অপেক্ষা করতে হবে বলছেন নগর পরিকল্পনাবিদরা। নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান বলেন, জমি অধিগ্রহণের কিছু জটিলতা ছিল এবং আছে। অবৈধ দখল মুক্তির বিষয়ও আছে। যে কারণে প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

২০১৭ সালে একনেকে অনুমোদনের পর ওই বছরের নভেম্বর থেকে শুরু হয় জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply