মৃতদেহেও মাইন পুতে রেখেছে রুশ বাহিনী!

|

ছবি: সংগৃহীত।

ভিডিও মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জনগণকে ল্যান্ড মাইন সম্পর্কে সচেতন হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ, ইউক্রেনের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার সময় রাশিয়ান বাহিনী সর্বত্র মাইন পুতে রেখেছে বলে অভিযোগ তার।

জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী পুরো অঞ্চলে মাইন পুতে রেখেছে। তারা বাড়িঘর, বিভিন্ন সরঞ্জামে, এমনকি মৃতদেহেও মাইন স্থাপন করে গেছে।

আরও পড়ুন: ‘আমি আমার কোনো আদেশ নিয়ে আলোচনা করি না’, রাশিয়ায় হামলা প্রসঙ্গে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট এসব অঞ্চলের বাসিন্দাদের স্বাভাবিক জীবেন ফিরতে আরও সময় নেয়ার আহ্বান জানান। কারণ, এসব মাইন পরিষ্কার ও গোলাগুলির বিপদ না কাটা পর্যন্ত আসা বিপজ্জনক বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে ইউক্রেন থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের শহরতলী ইরপিনের বাসিন্দাদের এখনও সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: এলিট রেজিমেন্টের সেনাদের হারিয়ে যুদ্ধের বিশাল মূল্য দিলো রাশিয়া

তিনি আরও বলেছেন, রাশিয়ানরা এলাকাটি ত্যাগ করার সময় ঐ এলাকার মানুষের ল্যাপটপ, মোবাইল ফোনের মতো ডিভাইসে বিস্ফোরক রেখেছিল এবং সেগুলিকে বিভিন্ন জায়গায় ফেলেছিল। তবে শহরটিকে বাসযোগ্য করে তোলার জন্য নিরোধক দল ধীরে ধীরে নিয়ম মেনে কাজ করছে বলেও জানান আল জাজিরার এই রিপোর্টার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply