কোটচাঁদপুরে নির্মাণাধীন বহুতলভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

|

নির্মাণাধীন কলেজ ভবন।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে সেলিম (২১) নমে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত সেলিম চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আমনুরা গ্রামের তাছু মন্ডলের ছেলে।

কাজের সাইডের ফোরম্যান আবুল হাসান ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩ এপ্রিল) দুপুরে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সানাউল্লাহ ট্রেডার্স। এই প্রকল্পে কাজ করার সময় ৬ তলা বিশিষ্ট নির্মাণধীন ভবনে বাঁশ দিয়ে তৈরি ভারার উপর বসে কাজ করছিল সেলিম। হঠাৎ রশি ছিড়ে মাটিতে পড়ে যায় সে। এতে মাথার বাম পাশে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এই শ্রমিক।

এরপর তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে সেখানে নেয়ার পথেই মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply