মাসের ব্যবধানে বাড়লো এলপিজির দাম, বেড়েছে অটোগ্যাসের দামও

|

ছবি: সংগৃহীত

আবারও মাসের ব্যবধানে প্রতি কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বেড়েছে। কেজি প্রতি ৬ টাকা বাড়ানো হয়েছে। আর তাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বেড়েছে।

রোববার (৩ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরামকোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতল এখন ১ হাজার ৪৩৯ টাকায় বিক্রি হবে। ডলারের দাম ও সৌদির সিপি বৃদ্ধির কারণেই এলপিজির দাম বেড়েছে বলে জানান বিইআরসির চেয়ারম্যান।

এর আগে, গত ৩ মার্চ সবশেষ এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়। তখন ভোক্তা পর্যায়ে ১২ কেজি বোতলের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৯১ টাকা। তারও আগে চলতি বছেরের ৩ ফেব্রুয়ারিও এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়। তখন বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়।

অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি ৬৭ টাকা ২ পয়সা। এর আগে লিটার প্রতি অটোগ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৮১ পয়সা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply