‘ডিজিটাল কনটেন্ট ও ওটিটি প্ল্যাটর্ফম নীতিমালার খসড়া সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক’

|

টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ডিজিটাল কনটেন্ট ও ওটিটি প্ল্যাটর্ফম নিয়ন্ত্রণ নীতিমালা কিছু ঘাটতি ও অস্পষ্টতার কারণে ব্যক্তির বাক স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষায় সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

রোববার (৩ এপ্রিল) ‘দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস ২০২১’–এর খসড়া নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এ ধরনের নীতিমালা প্রয়োজন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ড. ইফতেখারুজ্জামান। তবে কনটেন্ট অপসারণ, ব্যক্তির নাম প্রকাশসহ এই নীতিমালার আরও কিছু ঘাটতির বিষয়ে পুনর্বিবেচনার সুপারিশ করে টিআইবি। বিটিআরসির করা ডিজিটাল কনটেন্ট ও ওটিটি প্ল্যাটর্ফম নিয়ন্ত্রণ নীতিমালার খসড়া বাস্তবায়ন হলে বাংলাদেশ নজরদারিভিত্তিক দেশে রূপান্তরিত হওয়ার ঝুঁকি সৃষ্ট হবে বলে মনে করছে (টিআইবি)।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply