পণ্য আনা-নেয়ায় পথে চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন: বাণিজ্যমন্ত্রী

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পণ্য আনা-নেয়ার সময় পথে বিভিন্ন গ্রুপ বিভিন্ন স্থানে চাঁদা নেয়, তাতে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ব্যাপারে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলে চাঁদাবাজি বন্ধে তিনি আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত ট্রাস্কফোর্সের প্রথম সভা থেকে ফোন করে সার্বিক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান।

টিপু মুনশি বলেন, রংপুরে যে বেগুনের কেজি ১০ টাকা, ঢাকায় সেটির দাম ৫৫ টাকা। এক্ষেত্রে ঢাকায় সরবরাহ বাড়ানোর বিকল্প নেই।

এসও বা সেলস অর্ডার দেবার পর নিদিষ্ট সময়ে ভোজ্যতেল সরবরাহ না করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এক্ষেত্রে নজরদারি করবে ভোক্তা অধিকারের টিম। বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে শক্তিশালী করা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply