রাজধানী দাপিয়ে বেড়ানো ছিনতাইকারীদের তালিকা করেছে পুলিশ

|

আব্দুল্লাহ্ তুহিন:

প্রায় ৬শ ছিনতাইকারী দাপিয়ে বেড়াচ্ছে পুরো রাজধানী। এদের কেউ অজ্ঞান পার্টি, কেউ মলম পার্টি, কেউ বা আবার সালাম পার্টির সদস্য। রাতের আধারে শুধু নয়, প্রকাশ্য দিনের বেলাও সর্বস্ব লুটে নিয়ে মুহূর্তেই সটকে যায় ধরাছোঁয়ার বাইরে। ছিনতাইকারীদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। যমুনা টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ায়ই ছিনতাইয়ের মতো কাজের সক্রিয় হয়ে পড়ছে কিছু মানুষ।

বেপরোয়া ছিনতাইকারীদের শিকার হচ্ছেন সাধারণ পথচারি, চাকুরিজীবী, চিকিৎসক, সরকারি কর্মকর্তা এমনকি নিরাপত্তা প্রটেকশনে থাকা মন্ত্রীরাও। বিজয় সরণিতে পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ছিনতাই ব্যাপক আলোচনার পর ছিনতাইকারীদের হাতে শেওড়াপাড়ায় ‘গরীবের ডাক্তার’ খ্যাত বুলবুল খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নগর জুড়ে।

আলোচিত বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় টনক নড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। থানাভিত্তিক তালিকা করতে গিয়ে প্রায় ৬শ পেশাদার ছিনতাইকারীর পরিচয়সহ তালিকা প্রস্তুত করেছে তারা। সবচেয়ে বেশি ৩৪ জন পাওয়া গেছে ভাটারা এলাকায়। হালনাগাদ তালিকায় ৫৮ জনেরই নাম আছে মিরপুর জোনে।

ঢাকা ১৬ আসেনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা জানালেন, ছিনতাইকারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে একাধিকবার এলাকায় স্থানীয়দের নিয়ে পাহারার ব্যবস্থাও করেছেন তিনি। তবে তাতে দীর্ঘমেয়াদী কোনো লাভ হয়নি।

মহানগর পুলিশের তালিকায় উত্তর সিটি কর্পোরেশন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে প্রায় সাড়ে ৩শ ছিনতাইকারী। এর মধ্যে উত্তরা বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৯৭ , রমনায় ১১৬, তেজগাঁওয়ে ১২২ জন। এদের দমন করতে রীতিমত হিমশিম খাচ্ছে পুলিশ।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঢাকায় অন্তত ৫ শতাধিক সক্রিয় ছিনতাইকারীর তালিকা পেয়েছে পুলিশ। তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে যাওয়ায়ই তারা ছিনতাইয়ের মতো কাজে সক্রিয় হয়ে পড়ছে। মাদকের টাকার জন্য যেখানে মাকে জবাই করে ফেলার মতো ঘটনা ঘটে, সেখানে তার জন্য রাস্তার পথচারীকে ছুরি মারা কোনো বড় ঘটনা নয় বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা। সমস্যা সমাধানে পুলিশি তৎপরতা আরও বাড়ানোর আশ্বাসও দিলেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা নিতে চায় না থানা পুলিশ। বেশিরভাগ ক্ষেত্রেই হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করে সাধারন ডায়েরি বা জিডি হিসেবে গ্রহণ করে তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply