লেবাননকে দেউলিয়া ঘোষণা

|

মিডল ইস্ট মনিটরের গ্রাফিক।

লেবাননের কেন্দ্রীয় ব্যাংককে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-সামি স্থানীয় এক টেলিভিশকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এমন পরিস্থিতিতে বলা যায়, লেবাননই দেউলিয়া হয়ে গেছে।

উপ-প্রধানমন্ত্রী ওই টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, লোকসানের পরিমাণ রাষ্ট্র, কেন্দ্রীয় ব্যাংক ও আমানতকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ক্ষতির এই ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো সুযোগ নেই। তবে এ বণ্টন কত শতাংশ হারে হবে তা নির্ধারণ করা হয়নি। আমরা এখন জনগণের ক্ষতি পরিমাণ কমানোর লক্ষ্যে কাজ করছি।

লেবাননের মুদ্রা প্রায় ৯০% মূল্য হারিয়েছে ফলে দেশটিতে সাধারণ মানুষের জীবন ধারণের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই। তেলসহ খাদ্য, পানি, চিকিৎসা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে পড়েছিল দেশটিতে। জ্বালানির অভাবে বিদ্যুৎ ব্যবস্থায়ও নেমেছে ধস।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চরম অর্থনৈতিক সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছিল লেবানন।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply