করোনার পর ১০৬টি দেশের জন্য নিজেদের সীমান্ত উন্মুক্ত করেছে জাপান। এ তালিকায় আছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সও। আগামী শুক্রবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানা গেছে। তবে পর্যটকদের এখনই স্বাগত জানাচ্ছে না জাপান। শুধুমাত্র ব্যবসা, শিক্ষা ও অন্যান্য জরুরি কার্যক্রমের জন্যই সীমান্ত খুলেছে দেশটি। খবর এনডিটিভির।
ধীরে ধীরে করোনার বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে জাপান। দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন কঠোর নিয়ম-কানুন শর্তসাপেক্ষে নমনীয় করেছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় সীমান্তে জারি বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। তবে এখনও ৫৬টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রেখেছে জাপান।
এ নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার (৬ এপ্রিল) বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে ১০৬টি দেশ থেকে জাপানে ভ্রমণেচ্ছু কাউকেই বাধা দেয়া হবে না। তবে বিদেশি পর্যটকদের এখনই দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালেই অন্যান্য দেশের জন্য জাপান দেশটির সীমান্ত বন্ধ করে। তবে সম্প্রতি কেবল শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য দেশটিতে ভ্রমণের অনুমতি দেয়া হয়। এবারে এই পরিধি আরও বাড়ালো দেশটি। অবশ্য বিশ্বের বিভিন্ন দেশ এরইমধ্যে পর্যটকদের জন্য ভ্রমণের সুযোগ করে দিয়েছে।
এসজেড/
Leave a reply