মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে বললেন প্রধানমন্ত্রী (ভিডিও)

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রমজানে খাদ্যাভাসের কারণে মূল্যবৃদ্ধির বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোজার সময়ে মানুষ বেগুনি খায়, তাই বেগুনের দাম হঠাৎ ১১০ টাকা হয়ে গেছে। সেটি এখন ৮০ টাকায় কমিয়ে আনা হয়েছে। তবে বেগুন দিয়ে না খেয়ে যে সবজি সহজলভ্য সেটি দিয়েও বেগুনি খাওয়া যায়। মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে। তারই প্রভাবে বাংলাদেশেও কিছুটা বেড়েছে। আমেরিকার মতো জায়গায় ১ ডলারের তেলের দাম ৪ ডলার হয়ে গেছে। আমাদের দেশে সেই ধাক্কা আসবেই। তারপরও আমরা চেষ্টা করছি যথাসম্ভব নিয়ন্ত্রণ করার। মোটা চালের দাম খুব একটা বাড়েনি, তবে মাঝারি চাল ও চিকন চালের দাম কিছুটা বেড়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, রমজানে জিনিসপত্রের দাম বাড়লে মানুষের যাতে কষ্ট হয়। সেজন্য আমরা ১ কোটি পরিবারকে স্বল্পমূল্যে সাহায্য দিয়ে যাচ্ছি। এছাড়া ১০ টাকা কেজিতে ৫০ লক্ষ লোককে চাল দেয়া হচ্ছে। বছরে দুইবার চাল পায় তারা। রমজানকে কেন্দ্র করে ওএমএস চালু করা হয়েছে। মানুষের কষ্ট কমানোর জন্য চাল, চিনি, তেল, ডাল, পেঁয়াজ সবকিছুই আমরা সহজলভ্য করে দিয়েছি। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নগদ টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ মানুষ যাতে বেশি কষ্ট না পায় সেই ব্যবস্থাই আমরা করছি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply