মেঘনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবী; ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৩

|

উদ্ধার অভিযানকালে কোস্টগার্ড

মেঘনা নদীতে যাত্রীবাহী একটি কাঠের নৌকা ডুবীর ঘটনায় ৭ জনকে জীবিত ও ২ জনরে মৃতদহে উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মাঝের চর সংলগ্ন মেঘনা নদী পারাপারের সময় অতরিক্ত যাত্রী বহনের কারণে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ডুবে যায়।

এসময় বাংলাদশে কোস্ট গার্ড দক্ষিণ জোন (ভোলা) অধীনস্থ বিসিজি স্টেশন হিজলার ৫ সদস্যের একটি টহল দল টহলে থাকা অবস্থায় ঘটনাটি দেখতে পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ৯ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৩ জনকে উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply