অবসর নিয়ে ভাবনার কথা জানালেন হিগুয়েইন

|

ছবি: সংগৃহীত

খেলাটাকে উপভোগ করছেন, তাই এখনই ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন না আর্জেন্টাইন তারকা ফুটবলার গনজালো হিগুয়েইন। এই স্ট্রাইকার জানিয়েছেন, অবসরের যে খবর ছড়িয়েছিল তা নেহাতই ছিল ভুল বোঝাবুঝি।

সম্প্রতি তার বাবা হোর্হে হিগুয়েইন জানান চলতি বছরের শেষের দিকেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন হিগুয়েইন। এরপরেই তৈরি হয় ধূম্রজাল। তবে এবার পরিস্থিতি ব্যাখ্যা করে সাবেক রিয়াল মাদ্রিদ, য়্যুভেন্টাস ও নাপোলির তারকা স্ট্রাইকার হিগুয়েইন বলেন, এতা ভুল বোঝাবুঝি। এ মুহূর্তে অবসরের কোনো পরিকল্পনা নেই আমার। ক্লাবে মনোযোগ দিয়েছি। আমার চুক্তি যতদিন আছে ততদিন সেরাটা দেয়ার চেষ্টা করে যাবো। তারপর সময় আসলে ভবিষ্যৎ নিয়ে ভাববো। তাছাড়া, অবসরের সিদ্ধান্ত আমার উপর নির্ভর করছে। অন্যরা যেকোনো কিছু বলতে পারে। তবে সিদ্ধান্ত আমিই নেবো।

ইন্টার মিয়ামিতে গনজালো হিগুয়েইন। ছবি: সংগৃহীত

বর্তমানে ইউরোপীয় ফুটবল ছেড়ে দিয়ে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির হয়ে। সেখানেও আলো ছড়াচ্ছেন এই স্ট্রাইকার। ৪৪ ম্যাচে ১৫ গোল এই আর্জেন্টাইনের।

আরও পড়ুন: নেইমার-ভিনিসিয়ুসদের কোচ হচ্ছেন গার্দিওলা!

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply