দ্বিতীয় দিনেও প্রথম আঘাত হানলেন খালেদ

|

ছবি: সংগৃহীত

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে বাংলাদেশর হয়ে প্রথম উইকেট নিয়েছিলেন খালেদ। দ্বিতীয় দিনেও প্রথম উইকেটের খাতা খুললেন তিনি। ৩০০ রানের মাথায় ফিরিয়ে দিলেন প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটসম্যান কাইল ভেরিয়ান্নেকে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই সাবলীল ব্যাটিং করছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ভেরিয়ান্নে ও উইয়ান মুলডার। তবে আগের দিনের রানের সাথে আরও ২২ রান যোগ করতেই খালেদের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ভেরিয়ান্নে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩১৮ রান। ১৪ রানে মাঠে আছেন মুলডার। আর ১২ রানে অপরাজিত কেশাভ মহারাজ।

এর আগে ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে প্রোটিয়ারা। প্রথম দিনে দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগার। অর্ধশতক করেছেন কিগান পিটারসেন, টেম্বা বাভুমাও। বাংলাদেশের হয়ে তাইজুল ৩ উইকেট ও খালেদ নিয়েছিলেন ২ উইকেট।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply