যেকোনো পরিস্থিতিতে ইউক্রেনীয়দের পাশে আছি: ইইউ

|

ছবি: সংগৃহীত

ইউক্রেন যাতে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারে, সে জন্য সবরকম সহায়তা করবে ইউরোপীয় কমিশন। শুক্রবার (৮ এপ্রিল) কিয়েভ সফরে গিয়ে এ প্রতিশ্রুতি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, যেকোনো পরিস্থিতিতে ইউক্রেনীয়দের পাশে আমরা আছি।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ইইউর শীর্ষ নেতাদের এটিই ছিল প্রথম কিয়েভ সফর। মূলত ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন প্রদর্শনের লক্ষ্যেই এ সফরটি করেন তারা। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কির সাথে সাক্ষাৎ করে ইইউর সদস্যপদ পাওয়ার বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা করেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। পরে বুশা শহর পরিদর্শন করেন উরসুলা। রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে মস্কোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের কথা জানান তিনি।

উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইউক্রেনে রুশ বাহিনী যে তাণ্ডব চালাচ্ছে তা অকল্পনীয়। ইউক্রেনীয়দের উদ্দেশে বলতে চাই, যেকোনো পরিস্থিতিতে আমরা তাদের পাশে আছি। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে প্রেসিডেন্ট জেলেনস্কির আবেদনের ইতিবাচক সাড়া দিতে আজ এখানে এসেছি।

আরও পড়ুন: সাফল্য নেই ইউক্রেনে, রুশ বাহিনীর দায়িত্ব পেয়েছেন সিরিয়ায় অভিযান পরিচালনায় অভিজ্ঞ জেনারেল!

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply