বিভিন্ন দুর্নীতির তদন্ত করতে দুদকে চিঠি দিয়েছে বিএনপি। সোমবার (১১ এপ্রিল) রাজধানীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে দলটির পক্ষ থেকে চিঠি পৌঁছে দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
দুদক সচিবের কাছে দেয়া চিঠিতে আওয়ামী লীগের বিরুদ্ধে দুইটি ‘সুনির্দিষ্ট’ অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন মোয়াজ্জম হোসেন আলাল।
এর আগে, এদিন সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নানা দুর্নীতির তদন্ত করতে দুদকে চিঠি দেবে বিএনপি।
এ সময় মির্জা ফখরুল বলেন, স্পর্শকাতর কোনো ইস্যুতে দুদক কোনো ব্যবস্থা নেয় না। সরকারের দুর্নীতির যেন কোনো তদন্ত না হয়, সেজন্য দুদকের বেশিরভাগ আমলাই চেষ্টা করেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, আদালতেও দুর্নীতি ছাড়া কাজ হয় না। সরকারের সর্বোচ্চ মহল থেকে এসব প্রশ্রয় দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
/এমএন
Leave a reply