খারকিভে রাতভর ৬৬ দফা গোলাবর্ষণ, ৭ শিশুসহ নিহত ১১

|

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খারকিভে রাতভর গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ বাসিন্দা। নিহতদের মধ্যে ৭ জনই শিশু।

মঙ্গলবার (১২ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এ তথ্য নিশ্চিত করেন প্রাদেশিক গর্ভনর। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি জানান, ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা গেছে ১৪ জনকে। উদ্ধারকৃতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সময়ের সাথে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কার কথাও জানিয়েছেন গর্ভনর।

গর্ভনর আরও জানান, রকেট লঞ্চার এবং ট্যাংকের মাধ্যমে রাতভর ৬৬ দফা শহরগুলোয় হামলা চালিয়েছে রুশ সেনাবহর। বোমার আঘাতে গুড়িয়ে গেছে বহু স্থাপনা। অবিস্ফোরিত মাইন থেকে বাসিন্দাদের দূরত্ব বজায় রাখার সতর্কতা জারি করেছে খারকিভ প্রশাসন।

এরই মধ্যে স্থলমাইন অপসারণে কাজ করছে মানবাধিকার সংগঠনগুলো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply