চৈত্র সংক্রান্তি আজ

|

চৈত্র সংক্রান্তির মেলা।

আজ চৈত্র সংক্রান্তি; বাংলা ১৪২৮ সনের শেষ দিন। পুরাতনের বিদায়ে নতুনকে স্বাগত জানানোর এক মেলবন্ধন। গ্রামীণ জনপদের নানা আয়োজন এখন শহুরে মিলনায়তনে বন্দি হলেও, প্রাণ-প্রকৃতি আর তার সাথে মিশে থাকা মানুষদেরও আগ্রহের কমতি নেই। মেলা, মুড়ি, মুড়কি, মন্ডা মিঠাইসহ নানা আয়োজনে মুখর হবে গ্রামীণ জনপদ।

তবে কৃষকের কাছে নতুন বছরের প্রত্যাশা মানেই ফসলের মাঠে নতুন ফলনের খুশি। সেই ফলনেই নির্ধারিত হয় কেমন যাবে তাদের পুরোটা বছর। স্বপ্ন দেখেন বিগত দিনের চেয়ে আরেকটু ভালো থাকার। তাদের শ্রম-ঘাম আর মায়ায় জীবন উপন্যাসের পাতায় পাতায় লেখা হয়ে বেঁচে থাকার গল্প।

চৈত্র সংক্রান্তি বা বছরের শেষ মানেই পুরাতনকে বিদায়ের আয়োজনে নতুনকে বরণ। সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ ও আনুষ্ঠানিকতা বরাবরের মতোই বেশি। ভাই ফোটা, চৈত্র সংক্রান্তি পূজা, বৈশাখী মেলার আবহে ঘরে ঘরে তৈরি হয় খই, মুড়ি, মুড়কিসহ নানা মুখরোচক খাবার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply