স্বাগত ১৪২৯: ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’

|

ঋতু চক্রের আবর্তনে এসেছে নতুন আরও একটি বাংলা বর্ষ। বৃহস্পতিবার ভোর হতেই শুরু হয়ে গেছে নতুন বাংলা বর্ষ ১৪২৯ এর ক্ষণ গণনা। আর বাঙালিও প্রস্তুত নববর্ষকে বরণ করে নিতে। প্রত্যাশা ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক।’

ছায়ানটের আয়োজনে রমনার বটমূলে হচ্ছে বর্ষবরণ। দুই বছর পর এবার হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। করোনা মহামারির কারণে গেল দুই বছর হয়নি মঙ্গল শোভাযাত্রা।

শুধু বর্ষবরণ নয়। এ উৎসব বাঙালির উৎসব। বাঙালির সাংস্কৃতিক জাগরণের উৎসব। আর তাতে যোগ দেবে সারাদেশের মানুষ। বছরের প্রথম দিনে নতুন নতুন স্বপ্ন বুনবে বাংলার কৃষক। হালখাতা খুলবে ব্যবসায়ীরা।

মুঘল সম্রাট আকবরের আমলে যা ছিল খাজনা উপলক্ষ, তা এখন দেশে একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। সারাদেশে এদিন একযোগে চলবে লোকজ ঐতিহ্যের নানা উৎসব অনুষ্ঠান। উচ্চারিত হবে বাঙালিয়ানার জয়গান। বাংলা নববর্ষের এই সূচনালগ্নে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply