প্রায় ৩০ ঘণ্টা চিরুনি অভিযানের পর আটক হলেন নিউইয়র্কের ব্রুকলিনে পাতালরেলে হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি। বৃহস্পতিবার আদালতে তোলা হতে পারে ৬২ বছর বয়সী ফ্রাঙ্ক জেমসকে। খবর বিবিসির।
ম্যানহাটনের একটি কারাগারে রাখা হয়েছে তাকে। তার বিরুদ্ধে আইন ভঙ্গ, হত্যাচেষ্টা, সহিংস হামলাসহ বেশ কয়েকটি অভিযোগ গঠন হবে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে।
এর আগেও ফ্রাঙ্কের বিরুদ্ধে ৯ বার মামলা হয়েছিল। মঙ্গলবার স্থানীয় সময় সকালে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে চলন্ত ট্রেনে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি ও গ্যাস বোমায় আহত হয় ২৩ জন। হামলার পর জব্দ করা একটি গাড়ির সূত্র ধরে ফ্রাঙ্ক জেমসের নাম-পরিচয় প্রকাশ করেছিল নিউইয়র্ক পুলিশ। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। তবে আটক জেমসের বিভিন্ন পোস্টে কৃষ্ণাঙ্গদের ওপর নিপীড়ন ও পাতালরেলের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝাড়তে দেখা যায়।
ইউএইচ/
Leave a reply