আজই ইউক্রেনের আজোভস্টাল দখল করব: রমজান

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বন্দর শহর মারিওপোলের আজোভস্টাল ধাতব প্ল্যান্ট সম্পূর্ণভাবে দখল করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা এবং ভ্লাদিমির পুতিনের মিত্র রমজান কাদিরভ। খবর রয়টার্সের।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) কাদিরভ তার টেলিগ্রাম চ্যানেলে একটি অডিও বার্তায় বলেছেন, আজ সর্বশক্তিমানের সাহায্যে আমরা আজোভস্টাল সম্পূর্ণরূপে দখল করব।

এর আগে আজভস্টাল প্ল্যান্টে ক্যাম্প করা ইউক্রেনীয় বাহিনীকে দুপুরের মধ্যে অস্ত্র জমা দেয়ার আহ্বান জানায় রুশ বাহিনী। যেই সময় এরইমধ্যে পার হয়ে গেছে।

এর আগে, গত ২৫ মার্চ মারিওপোলের সিটি হল মুক্ত করার দাবি করেছিলেন কাদিরভ। এক টেলিগ্রাম বার্তায় কাদিরভ বলেছিলেন, চেচেন যোদ্ধারা রেডিওবার্তায় বলেছে, তারা মারিওপোল কর্তৃপক্ষের ভবনটি মুক্ত করেছে এবং এর উপরে আমাদের (রাশিয়া) পতাকা লাগিয়েছে।

রাশিয়ার চেচনিয়া অঞ্চলে রমজান কাদিরভের একচ্ছত্র আধিপত্য। পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত তিনি। ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর পরপরই ইউক্রেনের বিপক্ষে চেচেন যোদ্ধাদের নিয়ে রাশিয়ার হয়ে লড়ার ঘোষণা দেন কাদিরভ। একসময় রুশ সেনাদের বিরুদ্ধে লড়লেও এখন তাই রাশিয়ার পক্ষেই যুদ্ধ করছেন তারা।

আরও পড়ুন: ইউক্রেনে দুই ব্রিটিশ যোদ্ধাকে গ্রেফতার করলো রাশিয়া, মুক্তির জন্য যে শর্ত

উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনে নিজেদের হামলা জোরদার করেছে রুশ বাহিনী। বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকায়। বর্তমানে রুশ বাহিনীর মুহুর্মুহু আক্রমণে ক্ষতিগ্রস্থ হচ্ছে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল। সেখানকার ইউক্রেনীয় বাহিনীকে রুশ সেনারা বারবার আত্মসমর্পণ করার পরামর্শ দিলেও তা প্রত্যাখ্যান করেছে জেলেনস্কির সৈন্যরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply