ময়মনসিংহের ত্রিশালে পরপর তিন হত্যাকাণ্ডের প্রধান আসামি এবং জিলানী বাহিনীর মুলহোতা ও ভূমিদস্যু আব্দুল কাদের জিলানীসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, পূর্ব শত্রুতার জের ধরে আবুল কালাম ও তার দুই ভাতিজাকে তাদের বাড়ির সামনে হত্যার উদ্দেশে হামলা চালায়। পরবর্তীতে ভিকটিম আবুল কালাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে নিহতের ভাতিজার করা মামলায় তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন রাকিবুল ইসলাম ও লাল মিয়া। ত্রিশালে পরপর এই তিন হত্যাকাণ্ড নিয়ে গতকাল প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন।
/এমএন
Leave a reply