রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিপরীতে এবার পাল্টা পদক্ষেপ নিলো দেশটি। বেশ কিছু মার্কিন সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুতিন প্রশাসন। এই তালিকায় আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) এই নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
নিষেধাজ্ঞা পাওয়া বিখ্যাত ব্যক্তিদের তালিকায় জুকারবার্গ ছাড়াও আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আছেন পেন্টাগনের বেশ কিছু কর্মকর্তা। মোট ২৭ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার ‘ব্যর্থ’ হওয়ার কারণ হিসেবে যা বলছে যুক্তরাষ্ট্র
এর আগে, গত ২২ মার্চ ফেসবুককে সন্ত্রাসী আখ্যা দিয়ে সামাজিক যোগযোগমাধ্যমটি বন্ধ করে দেয় পুতিন প্রশাসন। বন্ধ করা হয় ইনস্টাগ্রামও। সে সময় বলা হয়েছিল, পুতিনের ধ্বংস কামনা করে দেওয়া পোস্টের ক্ষেত্রে ছাড় দেয় ফেসবুক। যদিও এ ধরনের পোস্টের ব্যাপারে ফেসবুক কঠোর থাকে। সেই সময় সাময়িকভাবে এই নীতি শিথিল করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। যা নিয়ে ক্ষুদ্ধ ছিল মস্কো।
জেডআই/
Leave a reply