আগেই ইউক্রেনের বন্ধর শহর মারিওপোল দখল করার দাবি করেছে রাশিয়া। এবার স্বয়ং ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি রিপোর্ট দাবি করেছে, রুবিঝনে শহরের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। শুক্রবার (২২ এপ্রিল) আল জাজিরার এক লাইভ প্রতিবদেনে এ সংবাদ প্রচার করা হয়।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, রুশ সামরিক বাহিনী ইজিয়মের কৌশলগত এলাকায়, যেটি ডনবাসের সাথে সংযুক্ত সেখানে তার ২৫টি ব্যাটালিয়নকে এক করেছে। সেখান থেকে তারা খারকিভ অঞ্চলে জাভোদির বসতি স্থাপনের দিকে একটি আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।
সেনাবাহিনী আরও জানায়, রাশিয়ান বাহিনী ডোনেৎস্ক অঞ্চলে এবং খেরসন অঞ্চলের তাভরিয়া শহরে পুরোদমে আক্রমণ চালাচ্ছে ও রুবিঝনে শহরের দিকে অগ্রসর হচ্ছে।
আরও পড়ুন: মোদির কাশ্মির সফরের আগমুহূর্তে চরমপন্থীদের সাথে গোলাগুলি, নিরাপত্তা সদস্যসহ নিহত ৩
উল্লেখ্য, বৃহস্পতিবার ইউক্রেনের বন্দরশহর মারিওপোল দখল করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মারিওপোল দখলের তথ্য জানিয়েছেন। শহরটি দখলের পর এটিকে বড় সফলতা বলেছেন পুতিন।
জেডআই/
Leave a reply