সাভার প্রতিনিধি:
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রানা প্লাজার বেদীর সামনে মোমবাতি জালিয়ে এ শ্রদ্ধা জানান তারা।
এ সময় নিহত শ্রমিকদের স্বজনরা ২৪ এপ্রিলকে পোশাক শিল্পে শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে স্মৃতি স্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এক জীবনের ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি জানান।
নিহত শ্রমিকদের পরিবার ও শ্রমিক সংগঠনগুলো আরও জানায়, রানা প্লাজা দুর্ঘটনার নয় বছর পূর্ণ হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি। এটাকে দুর্ঘটনা বললে ভুল হবে, এটা একটি হত্যাকাণ্ড। ক্ষতিগ্রস্ত সবার প্রয়োজনীয় সহায়তা, পুনর্বাসন এবং আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দেয়ারও আহ্বান জানান তারা।
এটিএম/
Leave a reply