ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারলো বার্সেলোনা

|

ছবি: সংগৃহীত

আবারও পরাজয়ের স্বাদ পেলো বার্সেলোনা। এবার রায়ো ভায়োকানোর কাছে ১-০ গোলে হেরেছে দলটি। আর এ নিয়ে ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারলো জাভি হার্নান্দেসের দল।

ক্যাম্প ন্যুয়ে ম্যাচের সাত মিনিটেই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দেন আলভারো গার্সিয়া। তার দারুণ ফিনিশিংয়ে লিড নেয় ভায়োকানো। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে কাতালান শিবির। কিন্তু আরাহো-আলাবাদের প্রচেষ্টা মুখ থুবড়ে পড়ে প্রতিপক্ষ রক্ষণে। বিরতির আগে গাভির নেয়া শট প্রতিহত হয় ক্রসবারে। ফিরতি বল ফেরনান তোরেস জালে জড়ালে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

এদিকে, বিরতির পর বেশ কয়েকবার পেনাল্টির আবেদন জানায় বার্সেলোনা। কিন্তু তা আমলে নেননি রেফারি। অতিরিক্ত সময়ে গার্সিয়ার শট ক্রসবারে প্রতিহত হলে ব্যবধান বাড়ানো হয়নি ভায়োকানোর। পরাজয়েও ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থান ধরে রেখেছে বার্সেলোনা।
আরও পড়ুন: রাশান রুবলেভের কাছে ফাইনাল হারলেন জোকোভিচ
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply