পঞ্চগড় এক্সপ্রেসের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রাত ১০টা ৪৫ মিনিটে। কিন্তু রাত ১২টা পেরিয়ে গেলেও ঢাকায় পৌঁছায়নি ট্রেনটি। তাই শত শত মানুষের অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। প্রায় দু’ঘণ্টা পর ট্রেন আসতেই হুমড়ি খেয়ে পড়ে অধৈর্য যাত্রীরা। যে যার মতো করে উঠতে শুরু করে ট্রেনে। মানুষের চাপে দরজা দিয়ে প্রবেশের সুযোগ নেই। অগত্যা ট্রেনের ছাদে ওঠেন অগণিত মানুষ। কেউ কেউ ওঠেন জানালা দিয়ে।
হুড়াহুড়িতে অসীম ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা। পরিবারের একেকজন ওঠেন একেক বগিতে। হারান হারিয়ে ফেলেন কেউ কেউ। টিকিট কেটেও সিট পাননি অনেকেই, কেউ বা ট্রেনেই উঠতে পারেননি।
বাইরে তখনও শতশত মানুষ। জামালপুর কমিউটার ট্রেনের টিকিটের জন্য হাহাকার। ধাক্কাধাক্কি করে টিকিট কিনলেও মিলছে না সিট। সকালের ট্রেনের জন্য স্টেশনেই রাত কাটান অসংখ্য যাত্রী।
এসজেড/
Leave a reply