যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে পুড়ছে নিউ মেক্সিকো

|

এখনও ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো। সোমবার (২ মে) পাহাড়ি এ এলাকাটির আরও বেশকিছু জায়গায় ছড়িয়ে পড়েছে আগুন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল বলা হচ্ছে এটিকে।

নিউ ইয়র্ক টাইমসের খবর বলছে, স্থানীয় অনেকেই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়া অঞ্চলটির একটি মানসিক হাসপাতাল থেকেও রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে কোনোভাবেই খরা কবলিত এলাকাটির দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখন পর্যন্ত পুড়েছে ৪৮৭ বর্গ কিলোমিটার এলাকা। কর্তৃপক্ষের শঙ্কা, সহসাই নেভানো যাবে না এ দাবানল। গেল ৬ এপ্রিল থেকে দাবনলের আগুনে পুড়ছে এলাকাটি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply