কোটা বাতিল নিয়ে আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে সারাদেশে তীব্র আন্দোলন করা হবে। পাশাপাশি আন্দোলনের সাথে জড়িতদের হয়রানি করা হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে জানিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে সামনে জড়ো হন। পরে রাজু ভাস্কর্য থেক নীলক্ষেত পর্যন্ত রাস্তার দু’পাশে মানববন্ধন করেন তারা। এসময়, কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। বলেন কোটা বাতিল নিয়ে কালক্ষেপন করায় ছাত্ররা ক্ষুব্ধ। প্রজ্ঞাপন জারির পরদিনই আন্দোলন তুলে নেয়া হবে।
Leave a reply