এখনও বিপদসীমার উপরে পানি, দুভোর্গ কমেনি বানভাসি মানুষের

|

ফাইল ছবি।

সিলেট-সুনামগঞ্জে বন্যায় দুর্বিষহ জীবন লাখ লাখ মানুষের। এখনও অপরিবর্তিত সার্বিক পরিস্থিতি। কুশিয়ারায় পানি একটু কমলেও বিপদসীমার উপরেই রয়েছে। সিলেটের ১২ উপজেলার অন্তত ১৩ লাখ মানুষ বন্যাকবলিত। গ্রামে-গ্রামে ত্রাণের জন্য হাহাকার, নেই খাবার পানি।

আশ্রয়কেন্দ্রেও মানবেতর জীবন কাটছে সবার। কমেনি নগরবাসীর দুর্ভোগও। এখনও শহরের এক তৃতীয়াংশ প্লাবিত। বাসার নিচতলা ডুবে থাকায় অনেকে মোটর চালিয়ে খাবার পানি তুলতে পারছেন না।

একই চিত্র সুনামগঞ্জে। সুরমার পানি বিপদসীমার নিচে নামলেও ছাতক, দোয়ারাবাজারসহ জেলা শহরের নিচু এলাকা এখনও পানিবন্দি। ঘরে ঘরে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। বানের পানিতে বর্জ্য মিশে যাওয়ায় দুর্গন্ধ প্রকট হচ্ছে, বাড়ছে রোগবালাই।

১০টির বেশি আশ্রয়কেন্দ্রে ১৬৫ টন চাল বিতরণের কথা জানিয়েছে প্রশাসন। পাশাপাশি কোথাও কোথাও ব্যক্তি উদ্যোগে সহায়তা কার্যক্রম চলছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply