মারিওপোল দখলের পর দোনবাসে চলছে রাশিয়ার জোরালো হামলা

|

ছবি: সংগৃহীত।

মারিওপোল দখলের পর ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। দোনবাসের অন্তত চারটি জায়গায় চলছে তীব্র লড়াই।

দোনেস্কে রুশ হামলায় ৭ বেসামরিকের মৃত্যু হয়েছে বলে জানান ইউক্রেনের গভর্নর। দাবি, মস্কোর নিয়ন্ত্রণে থাকা দু’টি শহরে চালানো হয় আগ্রাসন। বিধ্বস্ত হয় বহু আবাসিক ভবন। এছাড়া লুহানস্কের একটি শহর চারদিকে ঘিরে রেখেছে রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের শক্ত অবস্থান ছিল সেখানকার ঘাঁটিতে। অঞ্চলটি দখলে এগিয়ে চলেছে পুতিন বাহিনী।

এরইমধ্যে কয়েকটি গ্রামের দখল নিয়েছে রুশ সেনারা। শুক্রবার (২০ মে) কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিওপোল পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় রাশিয়া। আত্মসমর্পণ করে শহরটির অ্যাজভস্তাল কারখানায় থাকা সবশেষ সেনারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply