মুখ ঢেকে সংবাদ পড়তে চান না বলে জানিয়েছেন আফগানিস্তানে কর্মরত বেশিরভাগ সংবাদ পাঠিকারা। বেশ কিছু নারীদের ইতোমধ্যেই মুখ না ঢেকে সংবাদ পড়তেও দেখা গেছে। তাদের আশঙ্কা, যদি আজ তারা তালেবানের আদেশ মেনে নিয়ে মুখ ঢেকে সংবাদ পড়েন তবে পরবর্তীতে কাজ বন্ধ করার কথাও বলা হতে পারে। খবর এনডিটিভির।
২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান সুশীল সমাজের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এছাড়া চলতি মাসের শুরুর দিকে মেয়েদের মুখমণ্ডলসহ সমস্ত শরীর ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।
এদিকে নিষেধাজ্ঞার পরও সেদেশের টোলো নিউজ, শমশদ টিভি এবং ওয়ান টিভির সংবাদ উপস্থাপিকাদের মুখ না ঢেকেই সংবাদ পড়তে দেখা গেছে।
এ বিষয়ে শমশদ টেলিভিশনের বার্তা প্রধান আবিদ এহসাস বলেন আমরা উদ্বিগ্ন, যদি আজ আমাদের নারী সহকর্মীরা মুখ ঢেকে কাজ করতে রাজি হন, তবে আগামীতে তারা (তালেবান) বলবেন কাজ করা বন্ধ করতে হবে। এ জন্যই আমরা তালেবানের আদেশ না মেনেই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এর আগে ক্ষমতায় আসার পর নারীদের ওপর নানারকম বিধিনিষেধ আরোপ করে ক্ষমতাসীন তালেবান। জানা গেছে ইতোমধ্যেই তালেবানের কারণে বহু নারী সাংবাদিক দেশ ছেড়ে চলে গেছেন।
এটিএম/
Leave a reply