ঝিনাইদহে আরও ৬টি অনিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে তালা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে ৬টি অনিবন্ধিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার (২৮ মে) উপজেলার কবিরপুর, হাটফাজিলপুর ও লাঙ্গলবাধ এলাকায় শনিবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ সময় প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদফতরের শর্তাবলি পূরণ না করায় ২টি ক্লিনিক ও ৪ ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা ও সিলগালা করে দেয়া হয়।

অভিযানে কবিরপুর এলাকার সিটি ডায়াগনস্টিক সেন্টার, হাটফাজিলপুরের অর্পণ ডায়াগনস্টিক সেন্টার ও লালন শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লাঙ্গলবাধ এলাকার মা কেয়ার প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তালা লাগিয়ে সিলগালা করে দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সুজায়েত হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিয়া ও পুলিশ সদস্যবৃন্দ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply