প্রতিশোধ নেয়া হলো না সালাহর, রিয়ালের ঘরে ১৪ তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা

|

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের ১৪তম শিরোপা জিতল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্যারিসের স্তাদে দে ফ্রান্সে অনুষ্ঠিত ফাইনালে মো সালাহর লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে আবারও ইউরোপ সেরার তকমা গায়ে লাগালো অলহোয়াইটরা। ফলে, ২০১৮’র ফাইনালের শোধ নেয়া হলো না মো সালাহর, আর আরেকটা ইউসিএল ফাইনালে জয় বঞ্চিত হলেন ইয়ুর্গেন ক্লপ।

৩৭ মিনিট দেরিতে শুরু হওয়া ফাইনাল ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ২১তম মিনিটে সাদিও মানের দুর্দান্ত শট রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। এর আগে নিশ্চিত গোল বঞ্চিত করেন মো সালাহকেও। পুরো ম্যাচে থিবো সেভ করেছেন মোট ১০টি গোল। যা ২০০৩-৪ মৌসুমের ইউসিএল ফাইনালের পর সর্বোচ্চ। আর প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে করিম বেনজেমার পা থেকে লিভারপুলের জালে বল জড়ালেও গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের জেরে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে বল দখলের লড়াই আর আক্রমণ পাল্টা আক্রমণ। যদিও তাতে কিছুটা এগিয়েই ছিল লিভারপুল। অলরেডদের একের পর আক্রমণ ঠেকাতে যখন ব্যতিব্যস্ত রিয়ালের ডিফেন্ডাররা, তখন একের পর এক দুর্দান্ত সেভ করে অলরেডদের গোল বঞ্চিত রাখেন থিবো কোর্তোয়া।

এরপর, ম্যাচের ৫৯ মিনিটে এক আক্রমণে ফ্রেডরিকো ভালভার্দের পাস থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। একমাত্র এ গোলটিই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত।

ম্যাচ শেষে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোর্তোয়া সম্পর্কে হাসতে হাসতে কার্লো আনচেলত্তি বলেন, আমি আর ওকে বিশ্বাস করি না, থিবো অবিশ্বাস্য ছিল আজকে। দারুণ সব সেভ করেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply