নেপালে ২২ আরোহী যাত্রী নিয়ে রোববার (২৯ মে) সকালে নিখোঁজ হয় একটি বিমান। অবশেষে দেশটির একটি প্রত্যন্ত এলাকায় মিলেছে সেই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ, এমনটিই দাবি নেপালের সেনাবাহিনীর। তারা এয়ারলাইন্সের এই বিমানটিতে চারজন ভারতীয় এবং তিনজন জার্মান নাগরিক ছিলেন। বাকি আরোহীদের সবাই ছিলেন নেপালের। তবে কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খবর হিন্দুস্তান টাইমসের।
রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দেয় ৯এন-এটিই ছোট এই বিমানটি। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই খোঁজ চলছিল। পরে মুস্তাঙ্গের লার্জুঙ্গে চিহ্নিত হয় বিমানের ধ্বংসাবশেষ।
এ নিয়ে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটির অবস্থান চিহ্নিত করা গেলেও সেটি ঠিক কী অবস্থায় আছে তা এখনও জানা যায়নি। তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও ঘটনাস্থলে কোনো উদ্ধারকারী দল পাঠানো যায়নি। জায়গাটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় এরই মধ্যে পায়ে হেঁটে রওয়ানা দিয়েছে একটি উদ্ধারকারী দল।
এসজেড/
Leave a reply