চালের বাজারে নৈরাজ্য

|

নৈরাজ্য চলছে চালের বাজারে। উৎপাদন বন্ধ করে যে যেভাবে পারছেন ধান মজুত করছেন। ঘাটতির অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দর। এখনই এর লাগাম টানতে না পারলে সামনে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নওগাঁ বাইপাস সড়ক সংলগ্ন একটি চালকলে এখনও পুরাতন চাল পাওয়া গেলো। মূলত এটি নামেই চালকল, বছরজুড়ে এখানে চলে মজুতদারী। সরেজমিনে দেখা গেল, নতুন করে চলতি মৌসুমের ধান মজুত হচ্ছে চালকলটিতে।

মিলগেটে বেশি দামেও মিলছে না জিড়া শাইল, কাটারী, নাজির শাইল চাল। ফায়দা লুটতে দেশের কর্পোরেট হাউসগুলো ধান-চালের বাজারে অস্থিরতা তৈরি করেছে বলে অভিযোগ স্থানীয় চালকল মালিকদের।

প্রসঙ্গত, মোকামগুলোতে সপ্তাহের ব্যবধানে ৫০ কেজির বস্তায় চালের দর বেড়েছে আড়াইশ থেকে তিনশ টাকা পর্যন্ত।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply