দু’বছর পর মাদারীপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কুম্ভমেলা

|

মাদারীপুর প্রতিনিধি:

দুই বছর পর আবারও মাদারীপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুম্ভমেলা। রাজৈরের কদমবাড়ির দিঘীরপাড়ে গনেশ পাগল সেবাশ্রমে জমেছে আসর। প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন স্থান থেকে মেলায় জড়ো হয়েছেন সাধু সন্ন্যাসী ও ভক্তরা। লাখো ভক্ত-অনুসারীর কণ্ঠে গুরু বন্দনা। মেলাকে ঘিরে বসেছে সারি সারি নানা রকমের দোকান।

করোনার কারণে টানা দু’বছর বন্ধ ছিল এই মেলা। তাই এবারের মেলাকে ঘিরে উচ্ছ্বসিত ভক্তরা। তবে এই মেলাকে কেন্দ্র করে যাতে কোনো নাশকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা নিয়েছে পুলিশ।

কথিত আছে যে জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে ১৩ জন সাধু ১৩ কেজি চাল ও ১৩ টাকা নিয়ে এ পূজা শুরু করেন । দেবতারা সমুদ্র মন্থন করে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিক এ চারটি স্থানে অমৃতসুধা চারটি কুম্ভপাত্রে রাখে। সেই থেকে প্রায় ১৩১ বছর পূর্বে ভারতের কুম্ভমেলা অনুকরণে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীতে শ্রীশ্রী গনেশ পাগলের আশ্রমে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সত্য যুগে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনে যে অমৃত সুধা উঠেছিল তা চারটি কুম্ভ পাত্রে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিক এ চারটি স্থানে রাখা হয়েছিল। এ ঘটনার পর থেকে মুনি ঋষিরা কুম্ভ মেলার আয়োজন করে আসছেন।

১৪০ বছর আগে জ্যৈষ্ঠ মাসে রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় ভারতের কুম্ভমেলাকে অনুসরণ করে এ মেলার আয়োজন করেন। সেই থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এক রাতের মেলা হলেও মেলা চলে সপ্তাহব্যাপী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply