সরকারি নিরাপত্তা প্রত্যাহারের পরপরই পাঞ্জাবের গায়ককে গুলি করে হত্যা

|

সরকারি গানম্যান প্রত্যাহারের পরদিনই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ভারতের পাঞ্জাবের কংগ্রেস নেতা ও শিল্পী সিধু মুসওয়ালা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। খবর দ্য গার্ডিয়ানের।

রোববার (২৯ মে) বাড়ি থেকে বের হওয়ার পর মানসা শহরের কাছে আততায়ীর গুলিতে নিহত হন তিনি।

কর্তৃপক্ষ জানায়, সিধু ও তার দুই বন্ধু একটি জিপে করে পাঞ্জাবের মনসা জেলায় যাচ্ছিলেন। এ সময় একদল বন্দুকধারী তাদের ওপর হামলা চালায়। ব্রাশফায়ার করা হয় সিধুকে বহনকারী গাড়ি লক্ষ্য করে। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিধুকে মৃত ঘোষণা করে। আহত বাকি ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।

ধারণা করা হচ্ছে, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের জেরে এ হামলা হয়েছে। এরইমধ্যে দায় স্বীকার করেছে একটি গ্যাং। রোববার পাঞ্জাবের ৪২৪ ব্যক্তির সরকারি নিরাপত্তা প্রত্যাহার করে রাজ্য সরকার। ভিআইপি সংস্কৃতি বন্ধের পদক্ষেপ হিসেবে পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের নির্দেশ দেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply