ইউক্রেনে রুশ-অধিকৃত শহরে বোমা হামলায় আহত বেশ কয়েকজন

|

রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের মেলিটোপোল শহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে। রাশিয়ার তদন্ত কমিটি এবং ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এটি রাশিয়ার বিরোধিতাকারী ইউক্রেনীয়দের কাজ হতে পারে। খবর রয়টার্সরে।

রাশিয়ান তদন্ত কমিটি এক বিবৃতিতে জানায়, ইউক্রেনীয় নাশকতাকারীরা সোমবার (৩০ মে) মানবিক সহায়তা বিতরণের সময় মেলিটোপোলে একটি আবাসিক ভবনের কাছে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

মেলিটোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেডোরভও পৃথক বিবৃতিতে বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেন, এ হামলা স্থানীয় কেউ করে থাকতে পারে কারণ এ শহরের বেশিরভাগ মানুষই দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে।

এর আগে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিস্ফোরণের নিন্দা জানিয়ে বলেন, ইউক্রেনের রাশিয়া-অধিকৃত এলাকায় বেসামরিক অবকাঠামোতে হামলা আক্রোশজনক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply