নিষেধাজ্ঞাকে কাজে লাগিয়ে শস্য মজুত শুরু করেছে রাশিয়া

|

বিশ্বের অন্যতম শস্য উৎপাদনকারী দেশ রাশিয়া। সম্প্রতি দেশটির বিরুদ্ধে দেয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে রফতানি ব্যাহত হওয়ায় এটিকে তারা তাদের শস্য ভাণ্ডার সমৃদ্ধের কাজে ব্যবহার করছে। সোমবার (৩০ মে) এমন তথ্য জানিয়েছেন দেশটির শস্য ইউনিয়নের চেয়ারম্যান। খবর বার্তা সংস্থা এএফপির।

রাশিয়ার শস্য ইউনিয়নের চেয়ারম্যান আর্কাদি জলোচেভস্কি একটি সংবাদ সম্মেলনে বলেন, গত বছরের তুলনায় এ বছর আমাদের শস্যের মজুদ প্রায় ২০ শতাংশ বেশি। বিশ্ববাজারে সরবরাহ করার পরিবর্তে আমরা আমাদের নিজস্ব স্টক আবারও বৃদ্ধি করছি।

তিনি বলেন, রাশিয়া ৩০ জুনের আগে ৩৬ মিলিয়ন টন গম রফতানি করবে যা দেশটির অন্যান্য সময়ের করা রফতানির প্রায় ৪ মিলিয়ন টন কম।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে দেশ দুটি থেকে গম এবং অন্যান্য খাদ্য সামগ্রী রফতানি ব্যাহত হচ্ছে। ফলে বিশ্বজুড়ে ক্ষুধার ঝুঁকি অনেকটা বেড়ে গেছে। বিশ্বব্যাপী সরবরাহকৃত গমের প্রায় এক তৃতীয়াংশ রাশিয়া ও ইউক্রেন উৎপাদন করে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply